প্রেসক্লাবে শোকসভায় মেয়র: দেশের সাংবাদিকতাকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন হাসান শাহরিয়ার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:০১:০৪ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ার বাংলাদেশের সাংবাদিকতাকে বিশ্বমানে পৌঁছে নিয়ে গেছেন। তিনি সততা ও দক্ষতার সাথে সাংবাদিকতা করে এ পেশাকে মর্যাদাপূর্ণ আসনে নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্য মরহুম হাসান শাহরিয়ার স্মরণে সিলেট প্রেসক্লাব আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র বলেন, তার আদর্শ বাস্তবায়নে আমাদেরকে উদ্যোগী হতে হবে। খ্যাতিমান এ সাংবাদিকের স্মৃতি রক্ষার্থে যেকোনো উদ্যোগের সাথে আমি ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতা করবো। সেই সাথে সিলেট সিটি করপোরেশনকেও সম্পৃক্ত করার চেষ্টা চালাবো।
সভার শুরুতে অসুস্থতার কারণে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। ক্লাবের সহ-সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী ও আতাউর রহমান আতা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, ক্লাবের সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মুহিবুর রহমান, শেখ আশরাফুল আলম নাসির, বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি