শহরতলীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:০৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
ওই তরুণীর নাম নাজমিন বেগম (১৮)। সে এয়ারপোর্ট থানাধীন মহালদিক গ্রামের আব্দুস সালামের মেয়ে।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল তরুণীর মা আয়েশা বেগম ফোন করে পুলিশে খবর দেন তার মেয়ে নিজ ঘরে কীটনাশক জাতীয় বিষ পান করে ছটফট ও বমি করছে।
পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভিকটিম নাজমিন বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।