ব্যাংকে টাকা তোলার হিড়িক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:২৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লকডাউন শুরুর আগে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক পড়ে গতকাল। টাকা উত্তোলনের চাপে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেয়েছেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোতে টাকা জমা দেওয়ার চেয়ে উঠাচ্ছেন বেশিরভাগ করছেন গ্রাহক। অন্যদিকে, গ্রাহকরা অভিযোগ করেছেন চাহিদামতো টাকা দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসছে বলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন তারা।
লালদিঘিরপাড়ের রুপালী, সাউথ ইস্টসহ বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখা যায় গ্রাহকের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে টাকা উত্তোলনের জন্য গ্রাহকরা দাঁড়িয়ে ছিলেন। তবে এদের বেশিরভাগই রেমিটেন্স গ্রহীতা। ভোরে রওয়ানা হয়ে অনেকই জেলার দূর দূরান্ত থেকে এসেছেন রেমিটেন্স তুলতে। প্রচন্ড রোদের মাঝে ঘন্টার পর ঘন্টা তাদের দাড়িয়ে থাকতে দেখা যায়। এমন দুর্ভোগের মাঝে তাদের অনেকেই ব্যাংকগুলোর ধীরগতির অভিযোগ করেন।
সাউথ ইস্ট ব্যাংকের এক কর্মকর্ত জানান, অন্য যে কোনও দিনের চাইতে গ্রাহক আজ অনেক বেশি। টাকা জমা দেওয়ার চাইতে টাকা উঠাচ্ছেন বেশি মানুষ।
রুপালী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সকাল থেকেই কর্মকর্তারা গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
এদিকে, ব্যাংকগুলোতে কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মানলেও গ্রাহকদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখা যায়। তবে ভেতরে ঢুকার আগে গেইটম্যানরা মাস্ক নিশ্চিত করেই ভেতরে ঢুকান।