জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আটকের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ১০:২৮:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামেরর কেন্দ্রীয় সহকারী মহাসচিব, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ও ঢাকার ইসলামবাগ মাদরাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
বুধবার (১৪ এপ্রিল) রাত ১০ টা ৫০ মিনিটে হাতিরপুলের নিজ বাসা থেকে সাদাপোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমকে জানান বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতশামুল হক সাকি।
এ বিষয়ে ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওমর আলী জানান, মাওলানা আফেন্দীকে তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাদাপোশাকধারীরা মাওলানা আফেন্দীর বাসার সবার মোবাইল নিয়ে গেছেন বলে জানিয়েছেন তার বাসার দারোয়ান।