বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৬:৫৯:১৬ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবক সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আব্দুল মজাতের ছেলে অভিযুক্ত আল আমিন (২৭)।
পুলিশ জানায়, অভিযুক্ত আল আমীন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের একটি বেকারিতে ৮ মাস থেকে কর্মরত রয়েছে। এরই সুবাদে সে ১০ এপ্রিল ঐ ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মধুরচকের এক ছাত্রীকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে সে পলাতক ছিলো।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় গ্রেফতারের খবর নিশ্চিত করে জানান, অপহৃতাকে উদ্ধার করে ওসিসি করতে সিলেটে প্রেরণ করা হয় এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।