মৌলভীবাজার জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৭:০১:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: জামায়াতে ইসলামী মৌলভীবাজার শাখা মঙ্গলবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে রোজাদারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধরী পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। বক্তব্য রাখেন জামায়াত নেতা মনসুর আলী ও নেমান আহমদ প্রমুখ।