তাহিরপুরে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার-২
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৭:২৫:৫১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামে বখাটেদের হামলায় একটি হিন্দু পরিবারের নারী পুরুষসহ ৮ জন আহত হওয়ার ঘটনায় ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এজাহারভুক্ত দুই আসামি টুকেরগাঁও গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৫) ও শহীদ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন রসুলপুর টুকেরগাও গ্রামে বাছিন্দ্র বর্মনের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।
এ হামলার ঘটনায় রাতেই টুকেরগাঁও গ্রামের বিল্লাল মিয়াসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন আহত দেবেন্দ্র বর্মণের ছেলে শ্যামল বর্মন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, হামলা ও মারধরের ঘটনায় থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হামলায় আহতরা হলেন, বাছিন্দ্র বর্মণ (৪৪), তার সহধর্মিনী বিউটি বর্মণ (৪০), তাদের ছেলে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাবলু বর্মণ (১৬), তাদের মেয়ে সরকারী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পপি বর্মণ, একই বিদ্যালয়ে বাছিন্দ্র বর্মণের ভাতিজি পলি বর্মণ (১৪), লজিন বর্মণ, সত্যন্দ্র বর্মণ প্রমুখ।