বড়লেখায় প্রশাসনের অভিযান, জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৭:৩৮:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সর্বাত্মক ‘কঠোর’ লকডাউন কার্যকরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত ‘কঠোর’ লকডাউন কার্যকরে শহরের থানা এলাকা, হাজীগঞ্জ বাজার, চৌমুহনী ও দাসেরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে সর্বাত্মক ‘বিধিনিষেধ’ কার্যকরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান হয়েছে। এছাড়া উপজেলার ২ প্রান্তে পুলিশের দুটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিধিনিষেধ মানতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি। যারা বিধিনিষেধ মানেনি তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করছি।’