মাধবপুরে মোবাইল কোর্টের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৯:০৬:১৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে স্বাস্থ্যবিধি পালন না করা, সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে স্বাস্থ্যবিধি পালন না করা, মাস্ক পরিধান না করে বাহিরে ঘোরাফেরা করা এবং সরকারি নির্দেশ অমান্য করায় ১৩টি মামলায় ২,৮৫০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এ সময় সাধারণ জনগণকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হবেন না। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার অনুরোধ জানান।