জকিগঞ্জে ইয়াবার চালানসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৮:৫৩:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জে ১ লাখ ৬৫ হাজার টাকার ইয়াবাসহ পেশাদার ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ফয়েজ আহমদ (৫৫) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউপির উত্তরক‚ল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে।
এর আগে বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ফয়েজের বসত ঘর থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।