চুনারুঘাটে মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৮:৫৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩৭০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম রাজু সিংহ ( ৪২)। সে উপজেলার গণশামপুরের মৃত কালাচান সিংহের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট পৌরসভার চন্দনা ধোলাইপাড় গ্রামের জনৈক মজিবুল হক নাছিরের বাড়ির পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবাও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব’র গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।