রমজানেও থেমে নেই জুয়া, আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৮:৫৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়াড়িদের অপকর্ম। আসর বসিয়ে চলছে খেলছে জুয়া। বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে শহরতলীর পীরেরগাঁওয়ে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪ জুয়াড়িকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলো, সিলেট সদর উপজেলার পীরেরগাঁও মধুটিলার আবদুল হাশিমের ছেলে কুতুব উদ্দিন (৫০), ছালিয়ার মৃত আবদুল মজিদের ছেলে আলী হোসেন (৩৩), পীরেরগাঁও’র মৃত নবী হোসেনের ছেলে আফরোজ মিয়া ও একই গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে আবু বক্কর (৪৫)।