শ্রীমঙ্গলে ইয়াবা কারবারি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২১, ৮:৫৭:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থেকে ২৮৮ পিস ইয়াবাসহ আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম সাইফুর রহমান মান্না (২২)। সে ব্রাম্মণবাড়িয়ার বিজয়নগর থানার কালাছড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকেগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মান্নাকে লছনাবাজার থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৮৮ পিস ইয়াব জব্দ করা হয় বলে জানান র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন। তিনি জানান, জব্দকৃত আলামতসহ তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেন।