বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়িয়েছে
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ১২:৩১:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বে করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ অতিক্রম করছে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৬ লাখেরও বেশি।
আজ শুক্রবার ওয়ার্ল্ডওমিটারের সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
মোট মৃত্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৭৮ হাজার, ব্রাজিলে তিন লাখ ৬৫ হাজার, মেক্সিকোতে দুই লাখ ১১ হাজার, ভারতে এক লাখ ৭৪ হাজার ও ব্রিটেনে রয়েছে এক লাখ ২৭ হাজার। এ ছাড়াও ইটালি, রাশিয়া ও ফ্রান্সে এক লাখের বেশি করে মৃত্যু হয়েছে। বিশ্বের মাত্র এই আটটি দেশেই মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭৮ হাজারের বেশি।