দিরাইয়ে নিখোঁজের পর নদীতে মিললো যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৪:৫৫:৫৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : অবশেষে সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীর শাখা নদীতে মিললো একদিন আগে নিখোঁজ হওয়া সেই যুবকের লাশ।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১ টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিউটন দাস তালুকদারের নেতৃত্বে একটি ডুবরী দল নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী মনুর ছেলে মানসিক রোগী কবির মিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। নিখোঁজের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালায়। কিন্তু তার কোন সন্ধান পায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আজ দুপুর ১ টার দিকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করি।