গোয়াইনঘাটে সরকারী সার বীজ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৪৬:৫৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বিনামূল্যে বিতরণকৃত সরকারী সার ও বীজ বিক্রয়কালে ১৫ জন কৃষকদের কাছ থেকে ১০ হাজার ৮০০ টাকার সার ও বীজ জব্দ করা হয়। এসময় সার ও বীজ কেনার দায়ে বাজারে খলিল বীজঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করে উপজেলা কৃষি অফিস।
জানা যায়, সার ও বীজ পশ্চিম জাফলং ইউপির মাতুরতল বাজারে বিক্রি করার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, কৃষি কর্মকর্তা সুলতান আলী, অফিসার ইনচার্জ আঃ আহাদ বিকেল ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জন কৃষক কর্তৃক ১০ হাজার ৮০০ টাকার সার জব্দ করেন সার ও বীজ কেনার দায়ে বাজারে খলিল বীজঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫ জন কৃষককে সন্ধ্যার পর থানায় উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ উক্ত কৃষকদের কার্ড যাচাই করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ ছালাম, ইউপির বিভিন্ন সদস্যবৃন্দ, বাজার সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।