কানাইঘাটে ১৪ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৪৮:১০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কানাইঘাটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ও ভোক্তা অধিকার আইনে আরো ১৪ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থানা পুলিশকে সাথে নিয়ে পৃথকভাবে কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, সড়কের বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় লকডাউন অমান্য করে বিধি নিষেধের আওতায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী ৮ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৯শ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা সড়কের বাজারে একই অপরাধে ও ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ১২ হাজার ৮শ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে নগদ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএমসহ পুলিশ সদস্যরা।