বড়লেখায় ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৪৮:৪৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় পৌরশহরে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা। এসময় বড়লেখা থানার এসআই সুব্রত দাস ও এসআই ইয়াকুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারঘোষিত লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে যৌথভাবে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অনেকেই লকডাউন মানছেন না। তারা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মেনে অবাধে ঘোরফেরা করছেন। লকডাউনের দ্বিতীয়দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি তদারক করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা অভিযানে নামেন। এসময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, যারা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।