ছাতকে মাটি ভরাট কাজ পরিদর্শন চেয়ারম্যানের
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৫০:৩১ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি গ্রামে সড়কের মাটি ভরাট কাজ পরিদর্শন করেছেন ইউনিয়ন চেয়ারম্যান মোজাহিদ আলী। শুক্রবার সকালে তিনি বানিকান্দি গ্রামের ছমরু মিয়ার বাড়ি থেকে মাওলানা শফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় এক হাজার ফুট সড়কের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিশেষ বরাদ্দ থেকে প্রায় ৩লক্ষ ৬০হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাটি ভরাট কাজ পরিদর্শনকালে আওয়ামীলীগ নেতা মাস্টার গিয়াস উদ্দিন, ওয়ার্ড সদস্য তুরন মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমছু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল জলীল, আব্দুল মুকিত, আব্দুল মজিদ, আব্দুস সউদ, হাফিজ ফখর উদ্দিন, আব্দুস সবুর, ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন, রহিম উদ্দিন, তানভীর হাসান, সুমন মিয়া, রফিকুল ইসলাম, জাকির আহমদ, শাকের আহমদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।