জুড়ীতে ১১ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৫২:১৪ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখায় ১১ জনকে ৭ হাজার ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
জুড়ী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত কালে ১১জনকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা ও ১১টি মামলা করা হয়। সেই সাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।