জগন্নাথপুরে ক্ষেত থেকে পাকা ধান চুরি
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৫৩:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে জমির পাঁকা ধান কেটে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আতর আলী।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকি গ্রামের কৃষক আতর আলীর বেশ কিছু জমি সম্পত্তি রয়েছে। এর মধ্যে প্রায় ১ একর ৪০ শতক জমি আছে। গত ১৯ মার্চ রাতের আধারে চুরি করে জমির থোড় ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিস্পত্তি হওয়ার আগেই ১৫ এপ্রিল রাতের আঁধারে চুরি করে প্রায় ১ কেদার জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। এতে প্রায় ৫০/৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
১৬ এপ্রিল শুক্রবার সরজমিনে দেখা যায়, জমির বিভিন্ন স্থানে কাটা ধান ছড়িয়ে ছিটিয়ে আছে। জমির অনেক স্থানে গোছা গোছা ধান কাটা হয়নি। এতে প্রতীয়মান হয় রাতের আাঁধারে ধান কাটা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রথমে রাতের আাঁধারে কৃষক আতর আলীর ধান নষ্ট করেছে। এখন আবার রাতের আঁধারে পাঁকা ধান কেটে নিয়ে গেছে। এসব বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বাড়িতে গিয়ে বারবার চেষ্টা করেও অভিযুক্ত নুরুল হককে পাওয়া যায়নি।