কর্মহীন বিএনপি নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৭:৫৯:২৬ অপরাহ্ন
করোনার সংক্রমণ রোধে দেশে চলমান সর্বাত্মক লকডাউনে কর্মহীন হয়ে পড়া দলীয় নেতাকর্মীদের পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। শুক্রবার মহানগর যুবদলের কর্মহীন নেতাকর্মীদের জন্য দেয়া উপহার সামগ্রী (নিত্যপ্রয়োজনী দ্রব্যাদি) গ্রহণ করেন সিলেট মহানগর যুবদলের আহŸায়ক নজিবুর রহমান নজিব।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, মহানগর সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল আহমদ খাঁন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি