দক্ষিণ সুরমায় বিদেশী মদসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:০৩:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদেরর ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে হুমায়ুন রশিদ চত্বরের আপন রেস্তোরার সামনে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থাকা বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৩৫ বোতল মদের বোতল জব্দ করা হয়।
অটককৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাটের বালিয়ারী গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে মো. আব্দুর রহিম রাজু (৩২), কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে মো. রবিন (২০) ও সিলেট নগরীর চাঁদনীঘাটের মৃত রহিচ মিয়ার ছেলে মো. বাদল আহমদ (৩৬)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।