শাহপরাণে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:০৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহপরাণ থেকে ওয়ারেন্টভ‚ক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তার নাম কামরুল হাসান জনি ( ৩২)। সে খাদিমপাড়ার লেবুবঙ্গ ওরফে সোহেলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাদিম সূচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে কামরুল হাসান জনিকে গ্রেফতার করে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল। পরে আসামীকে শাহপরাণ থানায় হস্তান্তর করে র্যাব।