বাবনা পয়েন্টে ইয়াবা বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:০৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৩০) চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন আহমদ নগরের মৃত মনসুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বাবনা পয়েন্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ আক্তারকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।