গোয়াইনঘাটের মাদক কারবারি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:০৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট থেকে ৪৯ বোতল বিদেশী মদসহ আটক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম টিকেন্দ্র ওরফে টসর (৬৫)। সে গোয়াইনঘাটের চারিগ্রাম সৎপুরের মৃত জীবন দাশের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল লামাদুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৪৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন জানান, টিকেন্দ্রের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।