আখালিয়া থেকে স্কুল ছাত্রী অপহরণ, কুলাউড়ায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:১০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর আখালিয়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কুলাউড়া রাউৎগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জায়েদ মিয়াকেও গ্রেফতার করে পুলিশ। সে রাউৎগাঁও উত্তরপাড়ার মতিন মিয়ার ছেলে।
এদিকে, উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে।
পুলিশ জানায়, গত সোমবার দুপুর ১টার দিকে শহরতলীর আখালিয়া নতুন বাজারের বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাড়ী ফেরার পথে ওই কিশোরী (১৭) অপহরণ হন। এ ঘটনায় বুধবার কিশোরীর ভাই সুমন মিয়া জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সন্ধানে নামে। একপর্যায় খবর পায় কিশোরী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও এলাকায় আসামী জায়েদের বাড়িতে রয়েছে। এরপর শুক্রবার ভোরে কুলাউড়া থানা পুলিশের সহায়তায় জালালাবাদ থানার একদল পুলিশ জায়েদের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী জাহেদ মিয়াকে গ্রেফতার করে।
জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার জাহেদ মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন।