ডিবি হাতে ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:২৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর কাস্টঘর ও খাদিমপাড়া থেকে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা সংস্থা। অভিযানে অর্ধশতাধিক পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
ডিবি পুলিশ জানায়, শহরতলীর খাদিমপাড়ায় থেকে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আহাদ আহমদ নাহেদ (২৮)। সে নগরীর রায়নগর এলাকার মৃত আব্দুল হাই’র ছেলে।
অপরদিকে নগরীর কাস্টঘরে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম রুহেল আহমদ (৩৪)। সে নগরীর ছড়ারপাড় এলাকার মৃত সাহাব উদ্দিন ওরফে সাবু মিয়ার ছেলে।