৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার পর পালালেন মা-সৎবাবা
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ১১:০০:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় সুমা আক্তার (৪) নামে চার বছরের সন্তানকে শ্বাসরোধে হত্যার পর পালালেন তার মা ও সৎবাবা।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের কাঠালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মেহের আলীর দোচালা টিনের কলনীর ২ নং কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত সুমা আক্তার সাতকানিয়ার আলী আকবর ও বুলবুল আক্তারের সন্তান। আলী আকবর নিহত সুমা আক্তারের সৎবাবা।
স্থানীয়রা জানান, আলী আকবর ও বুলবুল আক্তার কলনীতে এসেছে মাত্র ১২ দিন আগে। তাদের নাম ছাড়া আর কোনো পরিচয় জানা নেই। শিশুটি বৃহস্পতিবার রাতে যেকোনো সময়ে শ্বাসরোধ করে খুন করে ভোর বেলায় মা বাবা দুজনেই পালিয়েছে বলে ধারণা স্থানীয়দের।
নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।