সিলেটে ইয়াবা ব্যবসায়ী কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৬:৫৪:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ওসি আনিসুর রহমান।
গ্রেফতারকৃত আতাউর রহমান আতা (৫৫) তেরোরতন এলাকার মৃত আছই মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরান থানা পুলিশ বহর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।