সুনামগঞ্জে মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৬:৫৭:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে বিদেশী মদসহ আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তার নাম মো. শাহীনুর মিয়া (২৫)। সে জেলা সদরের চিনাউড়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর থেকে তাকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
নিশ্চিত করেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন। তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।