এয়ারপোর্টের মাদক কারবারি খালিক জেলে
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৬:৫৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর এয়ারপোর্ট লাখাউড়া থেকে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়।
শনিবার আটককৃত ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার নাম আব্দুল খালিক (৫৫)। সে লাখাউড়া গ্রামের মৃত বহর মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া পয়েন্ট সংলগ্ন চা-বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।