জুড়ীতে তরুণীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৭:১৪:৫৭ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে গলায় শাড়ি পেচিয়ে পুরবী রাণী দাস (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাছিরপুর গ্রামের রাজকুমার দাসের মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পুরবী ঘটনার সময় নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেম সংক্রান্ত বিষয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।