কুলাউড়ায় নমুনা শস্য কর্তন
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৭:১৭:২৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের পালেরমোড়া এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে ব্রি ধান ৮৪ জাতের নমুনা শস্য কর্তন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলেমান আহমদসহ অত্র বøকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার, স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন জানান, ২০২০-২০২১ অর্থ বছরে কুলাউড়া উপজেলায় ৭৯১২ হেক্টর এলাকায় বোরো ধান আবাদ হয় যা গত ২০১৯-২০২০ অর্থ বছরের চেয়ে প্রায় ১ হাজার হেক্টর বেশি।
উপস্থিত কৃষকগণ প্রাপ্ত ফলনে সন্তোষ প্রকাশ করে বলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামী বছর এ জাতের ধান আরও ব্যাপকভাবে তারা চাষ করবেন।
কৃষকদের যেকোনো কাজে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী কৃষকদের আশ্বাস দেন।