ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৯:৩৬:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : খুলনায় ফোনে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টার দিকে মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম লিটন (২৫)। তিনি কাশিপুরের বাইতিপাড়া এলাকার সোবাহানের ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে কোনো এক কারণে চড় মারে লিটন। এ কারণে লিটন ও আমিনকে ফোন দিয়ে ডেকে নিয়ে রাত ১টার দিকে এলোপাথাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে লিটনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক জানান, নিহত যুবকের মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।