সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বকসীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ১:৩০:১০ অপরাহ্ন
জালালাবাদ সম্পাদকের শোক
স্টাফ রিপোর্টার: দৈনিক জালালাবাদ এর ভুতপূর্ব স্টাফ রিপোর্টার পরবর্তীতে কক্সবাজারে সেটেল্ড প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকসী আর নেই । তিনি আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০.১৫ মিনিটে ভারতে চিকিৎসারত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগন্নাথপুর উপজেলার বাসিন্দা বকসী ২ সপ্তাহ আগে ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে যান। ওখানে অবস্হানকালে তিনি নিজে করোনাক্রান্ত হয়ে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মরহুম বকসী একপুত্র ও এক মেয়ের জনক। ২ সন্তানই তাদের সাথে ভারতে গিয়েছিলো। মরহুমের পুত্র জানায়, তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় এবং করোনাকালীন বিধিনিষেধের কারণে ভেলোরেই মরহুমের দাফন সম্পন্ন হবে।
জালালাবাদ সম্পাদকের শোক: দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর সাংবাদিক নজরুল ইসলাম বকসীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, বকসী আমার দীর্ঘকালীন সহকর্মী। গতকাল দুপুরেও ফোনে তাঁর সাথে কথা হয়েছে। তিনি কক্সবাজার রোহিঙ্গা পল্লীতে আমার সাথে ইক্বরা ইন্টারন্যাশনাল এর লোকাল কোঅর্ডিনেটর হিসাবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। সাংবাদিকতা, সমাজসেবা সকল ক্ষেত্রেই একজন নিবেদিতপ্রাণ সহকর্মী হিসাবে তিনি আমার ঘনিষ্টজন ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহপাক তাঁকে মাগফেরাত ও জান্নাত নসীব করুন। তাঁর অসুস্হ স্ত্রীকে আরোগ্য দান করুন এবং ২ সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।