কানাইঘাটে মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনে গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৬:১৬:৪৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: এক মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র ডাউকেরগুল গ্রামের মৃত নাজির উদ্দিনের পুত্র ময়না বক্স (৩৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন (সিআর) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ময়না বক্স ও উক্ত মামলার আসামী তার ভাতিজা কালাম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ময়না বক্স ও কালাম উদ্দিনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ময়না বক্স গত কয়েক মাস পূর্বে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই গ্রামের সয়ফুল আলমের স্ত্রী দিলারা বেগম (৪৫) কে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বসতভিটা দখলের চেষ্টা করে। এক পর্যায়ে তারা ঐ অসহায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ময়না বক্স ও তার সহযোগীদের আসামী করে আদালতে মামলা করেন নির্যাতিতা দিলারা বেগমের পুত্রবধূ। সেই মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।