সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৬:১৯:০২ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫ জন নিহত ও ৩০ জনের অধিক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার বিকাল ৩টায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার নেতা মামুন ব্যাপারী, শফিকুল ইসলাম কাজল, লাবলু মিয়া, কবির আহমদ, বদরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক সঞ্জয় শর্মা, ছাত্র নেতা নীলয় শর্মা উত্তম, হৃত্ত্বিক কুমার দেব প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বকেয়া বেতন ভাতা, ইফতারের আগে ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা টাকা পরিশোধসহ দশ দফা যৌক্তিক দাবিতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলি চালানো সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। বাঁশখালীতে শ্রমিক হত্যার দায় সরকার কোনভাবে এড়াতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে বাঁশখালীর শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন। একই সাথে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় নিপীড়নের বিরুদ্ধে সঞ্চিত বিক্ষোভের দায় সরকারকে নিতে হবে। বিজ্ঞপ্তি