বড়লেখায় গৃহবধূ হত্যায় যুবকের স্বীকারোক্তি
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৬:৫০:৪৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় চা শ্রমিক গৃহবধূ রবিতা বাক্তি (২৩) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে চা শ্রমিক প্রদীপ বাক্তি মিঠুন (৩০)। শনিবার সন্ধ্যায় বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় সে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে জানান, গৃহবধূ রবিতা বাক্তিকে হত্যার কথা স্বীকার করে মিঠুন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। জবানবন্দিতে সে আদালতের কাছে রবিতা হত্যার বর্ণনা দিয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় চা শ্রমিক প্রদীপ বাক্তি মিঠুন তার মামা ভাগ্য বাক্তির (রবিতার শ্বশুর) সঙ্গে তর্কাতর্কি করছিল। একপর্যায়ে মিঠুন মামার ওপর হামলার চেষ্টা চালায়। এসময় চা শ্রমিক গৃহবধূ রবিতা বাক্তি শ্বশুরকে বাঁচাতে এগিয়ে গেলে মিঠুন হাতে থাকা দায়ের লেঞ্জা রবিতার তলপেটে ঢুকিয়ে দিলে গুরুতর আহত অবস্থায় রবিতাকে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই স্থানীয়রা ঘাতক প্রদীপ বাক্তি মিঠুনকে আটক করে পুলিশে খবর দেন। খুনের ঘটনায় নিহত রবিতার স্বামী অটোরিকশা চালক সুষেন বাক্তি প্রদীপের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।