হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৭:০৩:৫৩ অপরাহ্ন
এস.আলম গ্রুপের তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের নির্বিচারে গুলি চালিয়ে ৫ শ্রমিক হত্যা ও অর্ধ শতাধিক শ্রমিক আহত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোববার স্থানীয় আর.ডি হল মাঠে দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নূর ইমরান, রনজিত সরকার, বাসদ নেতা হুমায়ুন খান, শ্রমিক নেতা সামছুর রহমান, শংকর শুক্লবৈদ্য প্রমুখ। কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সিপিবি নেতা বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, ছাত্রফ্রন্ট নেতা আলিফ রায়হান, জাহিদ হোসেন, অটোরিক্সা শ্রমিক নেতা ইসমাইল হোসেন মিন্টু ও গণি মিয়া। বিজ্ঞপ্তি