বঙ্গবীর রোডে ইয়াবাসহ যুবক গ্র্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৭:০৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড থেকে পুলিশ ইয়াবা ব্যবসায়ী তকবির হোসেনকে (৩২) গ্র্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবাও উদ্ধার করে।
রোববার সকাল ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে।
রোববার দুপুরে তকবিরকে মাদক মামলায় গ্র্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগ্রারে প্রেরণ করে। গ্র্রেফতারকৃত তকবির হোসেন সুনামগঞ্জ জেলার সুনামগ্রঞ্জ সদর থানাধীন সোনাপুর রনতশ্রী গ্র্রামের আবু সালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।