বড়শালা ও খালোমুখে ৯ জুয়াড়ী গ্র্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৭:১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করে কারাগ্রারে পাঠিয়েছে। রোববার দুপুরে তাদের জুয়া আইনের মামলায় গ্র্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগ্রারে পাঠানো হয়।
এসএমপির গণমাধ্যমে শাখা থেকে জানা হয়, শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শহরতলীর বড়শালা নয়াবাজার থেকে তীর শিলং জুয়া খেলার সামগ্র্রীসহ ২ যুবককে গ্র্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, বড়শালা এলাকার আব্দুন নূরের ছেলে জুবের আহমদ (৩০) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে আকমল হোসেন (২৫)। এ ঘটনায় গ্র্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করে।
অপরদিকে, মোগ্রলাবাজার থানাধীন খালোমুখ বাজারের রেললাইনের উপর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে ওসি মো. শামসুদ্দোহাসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে।
আটক জুয়াড়িরা হলো, মোগলাবাজার থানাধীন বারইগ্র্রামের আকল মিয়ার ছেলে গুলজার হোসেন (৪০), মঞ্জুর আহমদ (৩০), উত্তর ছত্তিঘর গ্রামের রইছ উল্লার ছেলে আলী আহমদ (২৬), রিয়াজ উল্লার ছেলে সাদিকুর রহমান (২৭), মৃত আব্দুল আলীর ছেলে ইন্তাজ (৫০), উলালমহল গ্রামের সোনাফর আলীর ছেলে মো. বেলাল মিয়া (৪৫) ও দক্ষিণ সুরমা থানাধীন তেতলি গ্রামের আব্দুন নূরের ছেলে নাজমুল (৩৭)। এ সময় জুয়ার বোর্ড ও নগদ ৩ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।