নগরীতে জেলা প্রশাসনের অভিযানে ২ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৭:১৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লকডাউনের পঞ্চম দিনে অভিযানে চালিয়েছে সিলেটের জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরার অপরাধে ২ জনকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে এনডিসি মোহাম্মদ ইশতিয়াক ইমনের নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও ট্রাফিক পুলিশের উপ-কমিশনার ফয়সাল মাহমুদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এদিকে, নগরীর কালিঘাট, বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় সকাল থেকে জনসমাগম কিছুটা বেশী থাকলেও পুলিশের অভিযানের খবর পেয়ে অনেকেই দ্রæত সরে যান। তবে নগরীর মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে।