গোয়াইনঘাট বিদেশী মদসহ যুবক গ্র্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৭:২৫:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের তামাবিল রোড থেকে মাদক ব্যবসায়ী রাজু আহমদকে (২৫) গ্র্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১২৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। গ্র্রেফতারকৃত রাজু গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা গ্র্রামের আবুল কাশেমের ছেলে।
রোববার দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্র্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্র্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব বিদেশী মদসহ রাজু নামের এক যুবককে গ্র্রেফতার করেছে।