মৌলভীবাজারে জেলা প্রশাসনের অভিযান
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:২২:০৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর, মোকামবাজার, সরকারবাজার, কাজিরবাজার এলাকা ও জেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ড ও বেরীরপাড় এলাকায় স্বাস্থ্যবিধি ও লকডাউন পালন নিশ্চিতে রোববার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ মামলায় সর্বমোট ৩৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা কাজিরবাজার এলাকার জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনকে সরকারি নির্দেশ অমান্য করায় ১৫ হাজার টাকা জরিমানা করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার শ্রীরামপুর এলাকার ইত্যাদি ফার্নিচারকে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা করাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮ টি মামলায় সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে গিয়াসনগর, মোকামবাজার ও জেলা সদরে পরিচালিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের সম্মিলিত অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১২ টি মামলায় ৪ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।