সিলেটে ভ্যাকসিন নিলেন আরো ২ হাজার ১০৬ জন
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:৩৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে করোনার ভ্যাকসিন নিয়েছেন আরো ২ হাজার ১০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন মাত্র ১৫৩ জন। দি¦তীয় ডোজ নিয়েছেন ১৯৫৩ জন।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র, সিলেট পুলিশ লাইন্স কেন্দ্র ও র্যাব’র সিলেট আঞ্চলিক সদরদপ্তর কেন্দ্রে এসব ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে রোববার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১০৯ জন। এরমধ্যে পুরুষ ৭৩ ও মহিলা ৩৬ জন। এই কেন্দ্রে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন মোট ১৫২০ জন। এরমধ্যে পুরুষ ৮৮০ ও মহিলা ৬৪০ জন।
সিলেট পুলিশ লাইন্স হাসাপাতাল কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩৭ জন। এরমধ্যে পুরুষ ২৮ ও মহিলা ৯ জন। এ কেন্দ্রে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২২৫ জন। এরমধ্যে পুরুষ ১৫৩ ও মহিলা ৭২ জন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর সিলেট বিভাগীয় সদরদপ্তরে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মাত্র ৭ জন। তাদের মধ্যে পুরুষ ৬ ও মহিলা ১ জন। এই কেন্দ্রে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২০৮ জন। এদের মধ্যে পুরুষ ১৭৮ ও মহিলা ৩০ জন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।