সুনামগঞ্জে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:৫২:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিছড়াখাল নামক স্থানে রোববার দুপুরে ধানভর্তি ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় চার কিশোর আহত হয়েছে। নিহতের নাম সোহান মিয়া (৮), তার বাড়ি জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রাম। আহতরা হলেন, সুমন আহমেদ (১০), আরমান মিয়া (৯), সুলেমান আহমেদ (১২), রিমন (১৪)।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিছড়া হাওর থেকে রোববার দুপুরে একটি ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলিতে করে বস্তাভর্তি ধান নিয়ে বড়ই গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। একই গ্রামের মাসুদ মিয়া(২৫)’র হ্যান্ডট্রলিটির ওপর শিশু সোহান বসা ছিল। হ্যান্ডট্রলিটি দুপুরে ছিছড়াখাল এলাকায় এসে পৌঁছলে এটি উল্টে যায়।
এ সময় হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে শিশু সোহান ঘটনাস্থলেই মারা যায়। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।