জকিগঞ্জে প্রেমিক-প্রেমিকা কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:৫৩:২০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে পরকীয়া ও প্রেমিকের বাড়িতে প্রেমিকাকে ফারহানা বেগমকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী জাকারিয়া (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মৌলভীরচক গ্রাম থেকে তাকে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত জাকারিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে প্রেমিকা ফারহানাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের নওয়াবাড়িতে ফারহানা (৪২) নামের এক পরকীয়া প্রেমিকাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে প্রেমিক জাকারিয়াসহ কয়েকজন। এ মারধরের পেছনে ছিলো পরকিয়াপ্রেম।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম বলেন, ফারহানার বিরুদ্ধে জাকারিয়ার ফুফুকে মারধরের অভিযোগে ফারহানাকে একমাত্র আসামী করে একটি মামলা হয়েছে। আবার জাকারিয়ার বসতঘরে পরকীয়া প্রেমিকা ফারহানা বেগমকে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯জনকে আসামী করে ফারহানার স্বামীর দায়েরকৃত মামলাও রেকর্ড হয়েছে। ফারহানাকে নির্যাতনে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।