ধর্মপাশায় অগ্নিকান্ডে দশ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:৫৫:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুন বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ফলে দাতিয়াপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুস ছালাম, একই গ্রামের হোটেল ব্যবসায়ী রুবেল মিয়া, আক্তার আলী (৩৬), বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের চা ব্যবসায়ী ইব্রাহিম আলীর দোকান পুড়ে গেছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, দুই ঘন্টা চেষ্টার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন৷তবুও পাঁচটি দোকান আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের ঘর পুড়ে গেছে তারা সবাই আর্থিকভাবে দুর্বল। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা জরুরী। ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।