গোয়াইনঘাটে স্বাস্থ্য উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৯:২২:৪২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: কোভিডের এই কঠিন সময়ে গোয়াইনঘাটের সর্বত্র সর্বসাধারণের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মতান্ত্রিকভাবে সকল কার্যক্রম চালাতে, মসজিদে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ- তারাবিহ আদায় করতে এবং মসজিদ কমিটিকে মসজিদের ফ্লোর নিয়মিত পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমান।
এই কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে এডিপি খাত হতে উপজেলার সকল তালিকাভুক্ত মসজিদে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার উপকরণ বিতরণের প্রতিকী কার্যক্রমের উদ্বোধন করা হয় রোববার বিকালে।
ইউএনও তাহমিলুর রহমান বলেন, মসজিদ প্রতি ২টি বালতি, ২টি মগ, ১ কেজি ব্লিচিং পাউডার, ১০ টি সাবান এবং ১ বক্স মাস্ক দেয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন গোয়াাইনঘাটের মাধ্যমে সকল মসজিদে এই উপকরণ সমূহ বিতরণ করা হবে। প্রতিকী এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ সহ কয়েকটি মসজিদের প্রতিনিধিবৃন্দ।